Home

তারিখ : 24/04/2017

বিজ্ঞপ্তি

শিক্ষক পরিষদের সম্মানিত সকল সদস্যদের জানানো যাচ্ছে যে, আগামী 26/04/2017 তারিখ বুধবার দুপুর 01:30 ঘটিকায় শিক্ষক মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

সভার অালোচ্য সূচী :

1। পরিবহনের গ্যারেজ নিমার্ণ ও ব্যয় নির্বাহ সংক্রান্ত।

2। ছাত্রদের ডিজিটাল হাজিরার খরচ নির্বাহ সংক্রান্ত।

3। ভিজিলেন্স টীম বাস্তবায়ন সংক্রান্ত

4। কলেজ ক্যাম্পাসে একটি সাইকেল স্ট্যান্ড নির্মাণ

5। বিবিধ